8

মহামান্য আদালত; আপনি নিজের প্রতি একটা রুল জারি করুন ! প্লিজ

মাদের বিচারপতিরা আর রায় দেয়ার বিষয় খুজে পাচ্ছেন না। তারা ঢাকা শহরের যানজট কমানোর জন্য সরকারের প্রতি রুল জারি করেছেন।আবার সোহরাওয়ার্দী উদ্যানে কি হবে, শহীদ মিনার মসজিদ নাকি মন্দির হবে এ বিষয়ে রুল জারি করছেন একের পর এক। এসব দেখেই হয়ত দেব নারায়ন ঐশরিক জগতের একটা ইতিহাসকে নিজের মত করে ঠিক করতে চেয়েছেন।


কিছুদিন পর হয়ত বিশেষ মুহুর্তে স্বামী স্ত্রী কিভাবে আচরন করবে তাও হাইকোর্ট থেকে বলে দেওয়া হবে। যেমন স্বামী উপরে থাকতে পারবে না। এতে নারীর সমধিকারের হানি হয়। তো পাশাপাশি শুয়ে বিশেষ আচরণ করতে হবে। নারীবাদী লেখিকা তাসলিমা নাসরিন এ নিয়ে একটা রীট দায়ের করতে পারেন কলকাতা থেকে আইন ও সালিস কেন্দ্রের সুলতানা কামাল অথবা তানীয়া আমীরের মাধ্যমে। এমন একটা রায় পেয়েও যেতে পারেন। এখন হাইকোর্টের যা মতিগতি !



আমি বুজতে পারিনা তারা নিজেদের প্রতি কেন এমন একটা রুল জারি করেন না। যেমন হাইকোর্টে মামলাজট কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে বিচারপতি দের বিরুদ্ধে রুল ! এটা করলে বাংলাদেশের মানুষের অনেক উপকার হত।

8 মন্তব্য:

Milon বলেছেন...

osadharon likheso.

সায়ন বলেছেন...

thank you so much @ Milon

Bappy বলেছেন...

হাহা!!! স্বামী স্ত্রীর কথাটায় হাসি পেলো। শুধু এইটুকুই না! আমাদের আদালত পুরোপুরি সরকার নিয়ন্ত্রিত। কতটা নোংরা ব্যাপার এটা!

সায়ন বলেছেন...

ভাইয়া আপনি আমার ব্লগে পদধূলি দিয়েছেন দেখে খুবই ভাল লাগল।
ধন্যবাদ
@বোহেমিয়ান

Shaqlain Shayon বলেছেন...

ভাইয়া আপনি আমার ব্লগে পদধূলি দিয়েছেন দেখে খুবই ভাল লাগল।
ধন্যবাদ
@বোহেমিয়ান

Milon বলেছেন...

osadharon likheso.

বোহেমিয়ান বলেছেন...

হাহা!!! স্বামী স্ত্রীর কথাটায় হাসি পেলো। শুধু এইটুকুই না! আমাদের আদালত পুরোপুরি সরকার নিয়ন্ত্রিত। কতটা নোংরা ব্যাপার এটা!

সায়ন বলেছেন...

ভাইয়া আপনি আমার ব্লগে পদধূলি দিয়েছেন দেখে খুবই ভাল লাগল।
ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো। সেটা যতই তিক্ত হোক না কেনো। আপনার সদয়/অসদয় মতামতের জন্য ধন্যবাদ জানবেন।

এলো যখন সারাটি নাই গেল চলে জানাল তাই

free counters

তোমার বাস কোথা হে পাঠক?

Visitor Map