0

আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার…

চিকেতার রাজশ্রী ৪: আমার অসম্ভব প্রিয় একটা গান। আজ সারাদিন এই গানটা শুনেছি। আবার বসে বসে কথাগুলা লিখে রাখলাম। যাতে পরে পড়তে পারি। সুমনের জাতিস্মর গানের থিম কিছুটা এটাতে পাওয়া যাবে।





আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার
আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার…
সঙ্গে সেই স্মৃতি ভার রঙ চটা সেই গীটার।।
সেই অহংকার আগুন সেই জোয়ার,
হয় তো সব থাকবে সেই আগেকার মতই পাব কি দেখা রাজশ্রী তোমার……
আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার
হয়তো পথের ধারে পাব বারে বারে আমার শৈশব কৈশর অমলিন ।।
পাব মায়ের আচল প্রিয়া বধুর কাজল অগভির ধানসিড়ির দিন…
প্রতিদিন… থাকবে একলা চলা নয় তো সঙ্গে বলা থাকবে হাজার পাগলামী আমার…
হয় তো সব থাকবে সেই আগেকার মতই পাব কি দেখা রাজশ্রী তোমার……
আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার…
হয় তো সন্ধ্যা এসে প্রকৃতির আদেশে নিথর কৃষ্ণ নীল রঙ ছড়াবে ।।
ঘর ভোলা এক পাখি থামিয়ে ডাকাডাকি হঠাৎ স্তব্ধতার গান শোনাবে…
ফিরব সেই পথে আবার সঙ্গে সাত সাগর বাধার ।।
সঙ্গে সেই স্থির মন ঢেউ গোনার…
হয়ত সব থাকবে সেই আগেকার মতই,
পাব কি দেখা রাজশ্রী তোমার…
আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার…
আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার…
সঙ্গে সেই স্মৃতি ভার রঙ চটা সেই গীটার ।।
সেই অহংকার আগুন সেই জোয়ার,
হয় তো সব থাকবে সেই আগেকার মতই পাব কি দেখা রাজশ্রী তোমার……
আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার…
আজ থেকে এক হাজার শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার…

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো। সেটা যতই তিক্ত হোক না কেনো। আপনার সদয়/অসদয় মতামতের জন্য ধন্যবাদ জানবেন।

এলো যখন সারাটি নাই গেল চলে জানাল তাই

free counters

তোমার বাস কোথা হে পাঠক?

Visitor Map