3

ব্যানার-০০

বি এডিটিং এর কিছুই জানি না। তারপরও এই স্বাধীনতার মাসে কয়েকটা ব্যানার বানাতে ইচ্ছে হল। ফেসবুকে Profile Banner নামে চমৎকার একটা এপ্লিক্যাশন আছে এদিয়ে প্রোফাইলে ব্যানার লাগানো যায়। তাই কয়েকটা বানালাম।



১. বাংলাদেশ
বিজয়ের ব্যানার-১

২. বিজয়
বিজয়ের ব্যানার-৩

৩. স্বাধীনতা
বিজয়ের ব্যানার-২

৪. তোমাদের রক্তে উড়াই পতাকা
বিজয়ের ব্যানার-৪

সবগুলো ব্যানারই কপিরাইটের আওতামুক্ত। যেকেউ ব্যাবহার করতে পারবেন। স্বাধীনতার মাসে এর চেয়ে বেশী কিছুই যে আমার দেয়ার নেই।

3 মন্তব্য:

FaysaL বলেছেন...

প্রোফাইল ব্যানার বানানোর লিঙ্কটা দেওয়ার জন্য ধন্যবাদ, আমিও ছবি এডিটিং এ আনাড়ি, চেষ্ঠা করে দেখি কিছু বানাতে পারি কিনা |

Faysal বলেছেন...

প্রোফাইল ব্যানার বানানোর লিঙ্কটা দেওয়ার জন্য ধন্যবাদ, আমিও ছবি এডিটিং এ আনাড়ি, চেষ্ঠা করে দেখি কিছু বানাতে পারি কিনা |

সায়ন বলেছেন...

আপ্নাকেও ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো। সেটা যতই তিক্ত হোক না কেনো। আপনার সদয়/অসদয় মতামতের জন্য ধন্যবাদ জানবেন।

এলো যখন সারাটি নাই গেল চলে জানাল তাই

free counters

তোমার বাস কোথা হে পাঠক?

Visitor Map