3

হ্যালো টেষ্টিং...১ ২ ৩

য়েকদিন আগে হাফিজ ভাইয়া একটা ব্লুটুথ হেডফোন গিফট করল। এটার কেরামতি ভালই লাগছে। মোবাইল একজায়গায় আমি একজায়গায়। কল রিসিভ করা, গান শুনা। সবই করা যাচ্ছে। আজকে এর রেকর্ডিং ক্যাপাসিটি একটু চেকে দেখার চেষ্টা করলাম। সাথে লীলেন্দার দু'টি কবিতা '' সহজ পাঠ'' এবং ''খেলাফত'' আবৃত্তির দুঃচেষ্টা। প্রথমটায় আশেপাশের নয়েজ বেশী ছিল। পরেরটায় দরজা জানালা বন্ধ করে কিছুটা কমানো গেছে

১. সহজ পাঠঃ (কবিতাটা পাঁচবছরের প্রেমিকাকতৃক ছ্যাকাপ্রাপ্ত হইবার পরে তাহাকে টেক্সট করিয়া পাঠিয়েছিলাম।)
   

 2. খেলাফতঃ
 

3 মন্তব্য:

Sagorr007 বলেছেন...

ফাম দিচ্ছি না । আপনার কণ্ঠ সুন্দর :) । আর প্রথম কবিতাটা আরো সুন্দর ।

সায়ন বলেছেন...

হুম; প্রথম কবিতাটা খুবই সুন্দর। কিন্তু আবৃত্তি সুন্দর হয় নি। অনেক নয়েজ আসছে।

সায়ন বলেছেন...

ছাওয়াল>ছওয়াল... উচ্চারণে ভুল করেছি :(

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো। সেটা যতই তিক্ত হোক না কেনো। আপনার সদয়/অসদয় মতামতের জন্য ধন্যবাদ জানবেন।

এলো যখন সারাটি নাই গেল চলে জানাল তাই

free counters

তোমার বাস কোথা হে পাঠক?

Visitor Map