0

ইস ! কানের ভলিউম বাড়ানো কমানো গেলে বেশ হত

প্রতিদিন কাজ থেকে ফিরতে ফিরতে রাত ১টা বা ২টা বেজে যায়। আসার জন্য পিকাডেলী সার্কাস থেকে N15 বাসে উঠি। সোজা আপ্টন পার্ক। ১ ঘন্টার কিছু বেশী সময় লাগে। তখন ঘুমে চোখ খুলে রাখা দায় হয়ে পড়ে। তাই আমি মোবাইলে ১ ঘন্টা পর একটা এলার্ম দিয়ে রাখি(অবশ্যই ভাইব্রেশন) যাতে আপ্টন পার্ক আসার আগেই ঘুম থেকে উঠতে পাড়ি।



কিন্তু প্রতিদিনই কিছু বাংলাদেশী পাই তারা এত জোড়ে জোড়ে কথা বলে যে ঘুমাব কি ঘুম ১০০ হাত দূর চলে যায়। যদিও বাংলাদেশের মত এখানে বাসে "১০০ হাত দূরে থাকুন" লেখা নাই। তাই ভাবছিলাম যে কানের ভলিউম বাড়ানো কমানো গেলে বেশ হত। রাতের বেলা আসার সময় আমার ঘুমটা ঠিকভাবে হয়ে যেত।


এখানে বাস বা টিউবের যাত্রীরা সবাই খুব আস্তে কথা বলে। কিন্তু আমার এই দেশী ভাইয়েরা কেন যে এত জোরে কথা বলে আমি জানি না। প্রত্যেক বাসেই ছবির এই এ্যাডটি থাকে। এদের কি চোখে পড়েনি?





0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো। সেটা যতই তিক্ত হোক না কেনো। আপনার সদয়/অসদয় মতামতের জন্য ধন্যবাদ জানবেন।

এলো যখন সারাটি নাই গেল চলে জানাল তাই

free counters

তোমার বাস কোথা হে পাঠক?

Visitor Map