2

Blogger-এ আপনার ব্লগের ফেভিকন পরিবর্তন করুন

ফেভিকন কী?

ওয়েব ব্রাউজারে কোনো ওয়েব পেইজ খুললে ব্রাউজারের ট্যাবে ছোট একটি ছবি দেখা যায়,এই ছোট ছবিটাকেই ফেভিকন বলে।যেমন আপনার ব্লগারের ব্লগটি খুললে আপনি দেখবেন ব্রাউজারের ট্যাবে লাল সাদা রঙের একটি B এর ছবি।এটাই হল ফেভিকন।তবে আপনি চাইলে এই ফেভিকন আপনি পরিবর্তন করে আপনার পছদ অনুযায়ী ছবি ফেভিকন হিসেবে সেট করতে পারবেন।

যেভাবে করবেনঃ-


১) প্রথমে চলে যান এই ওয়েবসাইটে www.iconj.com , তারপর Browse এ ক্লিক করে আপনার পিসিতে স্টোর করা যে ছবি আপনি ফেভিকন হিসেবে সেট করতে চান তা নির্বাওন করে দিয়ে Upload এ ক্লিক করুন।

২) এরপর একটি পেইজ আসবে যেখানে লেখা থাকবেঃ Favicon.ico successfully generated. এই পেইজের নিচে দেখবেন এই কথাটি লেখাঃ Host it at Iconj.com (Direct Link), এই লেখার নিচে একটি কোড থাকবে,সেই কোডোটিকে কপি করে রাখুন।

৩) এবার আপনার Blogger Account এ Sign in করে আপনার ব্লগের Layout>Edit HTML এ চলে যান। এবার Edit Template এর HTML Code এর মধ্যে /head ট্যাগটি শনাক্ত করুন।এরপর এই ট্যাগটির ঠিক আগে/উপরে কপি করা কোডটি পেস্ট করে দিন।


৪) তারপর সেভ টেমপ্লেট করে আপনার ব্লগ ওপেন করুন,দেখুন তো আপনার ব্লগের ফেভিকন পরিবর্তন হয়েছে।

2 মন্তব্য:

Ahmamun hoq mamun বলেছেন...

অগে জানতামনা।সেয়ার করার জন্য ধন্যবাদ
www.tech-earn.blogspot.com

সায়ন বলেছেন...

ধন্যবাদ 
আপ্নাকেও।

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো। সেটা যতই তিক্ত হোক না কেনো। আপনার সদয়/অসদয় মতামতের জন্য ধন্যবাদ জানবেন।

এলো যখন সারাটি নাই গেল চলে জানাল তাই

free counters

তোমার বাস কোথা হে পাঠক?

Visitor Map