গ্লাসটি অধিকাংশ সময়ই এরকম সিগারেটের ফিল্টারে ভরা থাকে। যারা দেখে তারাই অবাক হয়, এত সিগারেট খায়। গ্লাসটা একেকসময় একেক জায়গায় থাকে। কখনো পড়ার টেবিলে, কখনো বিছানার পাশে, কখনো সোফার পাশে। গ্লাসটি উত্তরাধিকার সূত্রে পাওয়া। আমরা ছিলাম ত্রি-মাস্কেটিয়ার্স। আমি, শুভ্র আর সাজু ভাই। তিনজনই হাতি মার্কা পাইন্ট গ্লাস ছাড়া বিয়ার খেতাম না। তাই তিনজনের জন্য আমি তিনটা গ্লাস এনেছিলাম। একজন মাস্কেটিয়ার্স শুভ্র কিছুদিন আগে দেশে চলে গেছে। গ্লাসটি বেকার ছিল এতদিন। এখন আমি তাকে নতুক কাজে নিয়োগ দিয়েছি। আশ্রয় দিতে হচ্ছে অজস্র পোড়া সিগারেটের ফিল্টারকে।
4
এ্যাশট্রে
Posted on ২০ আগ, ২০১১ by সায়ন
রকমসকমঃ-
ক্যামেরাবাজী,
ছবিব্লগ,
পরবাস
সায়ন
আপনার মন্তব্য পেলে খুশি হবো। সেটা যতই তিক্ত হোক না কেনো। আমার লেখা পড়ার ও লেখায় মন্তব্য করার জন্যে ধন্যবাদ জানবেন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
4 মন্তব্য:
আর ওই ফিল্টার অনেক অনেক ভাবনা, চিন্তা, কল্পনা হয়তবা স্বপ্নকেও জ্বালিয়ে বা গড়িয়ে ওই গ্লাসে গিয়ে আশ্রয় নিয়েছে......
তুই তো অনেক সুন্দর করে আমার সম্পূর্ন পোষ্টার কথা এক লাইনেই প্রকাশ করে দিলি... থ্যাংকস।।
খাইছে!
কোলন্ডি......
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্য পেলে খুশি হবো। সেটা যতই তিক্ত হোক না কেনো। আপনার সদয়/অসদয় মতামতের জন্য ধন্যবাদ জানবেন।