3

অদ্ভুত সেই লোকটা !!


প্রতিদিন কাজে যাওয়ার সময় চ্যারিংক্রস স্টেশনে একটা লোক দারিয়ে কিছু ম্যাগাজিন বিক্রি করে। কিন্তু যে কারনে লোকটি আমার দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হল তা্র দারানোর ভঙ্গি। বাস থেকে প্রতিদিনই দেখি কিন্তু কাজে যাওয়ার তারার কারণে কথা বলার সুযোগ হয় নি। তো একদিন হাতে একটু সময় ছিল নেমে পড়লাম বাস থেকে। গিয়ে কথা বললাম। এভাবে দাড়ানোর কারণ জিজ্ঞাস করলাম। সে বলল মার্কেটিং পলিসি। আজব এক দেশ ছোট বড় সব ব্যবসায়ি মার্কেটিং পলিসি গ্রহণ করে।

কথায় কথায় আর কিছু জানলাম। সরকার যারা গরীব, রিটায়ার্ড তাদেরকে কিছু ম্যাগাজিন ফ্রী দেয়। তারা সে গুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এই লোকটি ও এভাবে চলে। এটাকে Big Issue না কি জানি বলে। তার গলায় একটা Id Card ঝোলানো থাকে, তাতে লেখা Big Issue।

আমিও একটা ম্যাগজিন কিনলাম তার কাছ থেকে । না হলে ভাববে শুধু শুধু তার সময় নষ্ট করেছি। আমার ভাবতে অবাক লাগে লোকটা এত সময় এভাবে দাঁড়িয়ে থাকে কিভাবে। মাঝে মাঝে আবার খুবই হাস্যকর অঙ্গভঙ্গি করে।







3 মন্তব্য:

© ডিউক জন বলেছেন...

মনটা খারাপ হয়ে গেল। জানি না, কেন।

সায়ন বলেছেন...

এখনও কথা হয় মাঝে মাঝে। নাম মাইক। আমারা এখন ভাল বন্ধু হয়ে গেছি।

© ডিউক জন বলেছেন...

মনটা খারাপ হয়ে গেল। জানি না, কেন।

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো। সেটা যতই তিক্ত হোক না কেনো। আপনার সদয়/অসদয় মতামতের জন্য ধন্যবাদ জানবেন।

এলো যখন সারাটি নাই গেল চলে জানাল তাই

free counters

তোমার বাস কোথা হে পাঠক?

Visitor Map