১ জানু, ২০১৩

টুকরোকথনঃ ০২

ক্রিসমাসের বন্ধটাকে কাজে লাগিয়ে পড়ে শেষ করলাম মৈত্রেয়ী দেবীর ''ন হন্যতে''। দুর্ভাগ্যবশত এই উপন্যাসটা আমার আগে পড়া হয়নি।
লেখিকা এক জায়গায় উল্লেখ করেছেন তিনি ( উনার বয়স তখন ১৬) শরৎচন্দ্রের ''চরিত্রহীন'' উপন্যাস রবিদার ''নৌকাডুবি''-র মলাটের মধ্যে রেখে পড়েছেন।
আমারো সেইম অভিজ্ঞতা আছে। তবে সেটা তাসলিমা নাসরিনের ''ক'' বইটা পড়ার সময় (আমার বয়স তখন ১৭) । কোন বইয়ের মলাটেই এটা খাপ খায় না। শেষে ''সহিহ নামাজ শিক্ষা''-র মলাটবন্দী করে পড়েছি ;)
এখন শরৎবাবুর চরিত্রহীন উপন্যাসকে অশ্লীল উপন্যাস বলে মনে হয় বায়তুল মোকাররমের খতিবও দাবী করবে না। যুগে যুগে অশ্লীলতার সংজ্ঞা পাল্টায়।
এটার আগের এক্টা পার্ট আছে ''লা নুই বেঙ্গলী''; লিখেছেন লেখিকার প্রেমিক মির্চা ইলিয়াদ ; প্রেমিক-প্রেমিকা দুজনেই তাদের প্রেমের কাহিনী বই দুটিতে লিপিবদ্ধ করেছেন। এবং এদের যেকোন একজন মিথ্যা বলেছেন। বইদুটো পড়ে ধারনা করুন কে মিথ্যা বলেছেন।
''ন হন্যতে'' পিডিএফ কপি ডাউনলোড করা যাবে এই লিংক থেকে। অন্যটা র পিডিএফ আমার কাছে নেই। পেলে এই পোষ্টে পরে যোগ করে দিব।

২.
২০১৩: নতুন বছরের জন্য এবার কোন রেজোলিউশন নেই। কোনটাই শেষ করতে পারি না। শুধু একটাই আমার পড়ার টেবিলটা এবার পরিষ্কার করবই করব।
আজকে জাতীয় জন্মদিন দিবসে যাদের জন্মদিন তাদের সবাইকে শুভেচ্ছা। জানি এটা রিয়েল ডিওবি না। তারপরেও ''জর্মদিন'' তো !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো। সেটা যতই তিক্ত হোক না কেনো। আপনার সদয়/অসদয় মতামতের জন্য ধন্যবাদ জানবেন।