২৫ ডিসে, ২০১২

টুকরোকথনঃ ০১

''MERRY KISSMYASS''

হাই স্কুলে ক্লাস সিক্সে গিয়ে যখন ভর্তি হই বছরের মাঝামঝি সময়ে স্কুলে এক নতুন স্যার আসলেন। তিনি আবার আমার মেজকাকার বন্ধু। উনি আবার উনার যত পরিচিত ছাত্র আছে তাদের বেধম মাইরপিঠ দিতেন যাকে বলে একেবারে হাড্ডি-পাস্থি এক করে মাইর। তো একদিন আমাদের টিফিন পিরিয়ডে আমরা সবাই ক্রিকেট খেলতেছি। স্যার মনে হয়ে আমাদের পাশ দিয়ে গেছেন। আমরা কেউই উনাকে নোটিশ করিনি। টিফিনের পরে ক্লাসে গিয়েই সেকি মাইর। আমারা কেন উনাকে সালাম দেই নাই। এরপর থেকেই আমি সালামের নতুন শব্দ আবিষ্কার করলাম ''স্লামুলাইকুম স্যার''এর জায়গায় ''চড়মারমু স্যার''; তবে এই ''চড়মারমু স্যার'' এটা খুব দ্রুত উচ্চারণ করতাম। যাতে স্যার বুঝতে না পারে। এর পরে আলহামদুলিল্লাহ সালাম আর মিস করি নাই। রাস্তায় স্যার আমাদের না দেখলেও দৌড়িয়ে সামনে গিয়া সালাম দিয়া আসতাম।

তো যে কারণে এতক্ষণ ত্যানা প্যাচাইলাম, লন্ডনে এই ক্রিসমাস টাইমে ''মেরী ক্রিসমাস'' কৈতে কৈতে মেজাজ বিলা হৈয়া যায়। এই মেরী ক্রিসমাস কে আমি বলি ''MERRY KISSMYASS''; এটাকেও খুব দ্রুততার সাথে উচ্চারণ করতে হয়। 
বিটিডব্লিউ  সবাইকে ''MERRY .........'' 
''২৫ ডিসেম্বর - পুত্র কর্তৃক মায়ের সতিচ্ছদ পর্দা ভেদ করার অভিনব ঘটনা উপলক্ষে উৎসব(সৌজন্যে ধর্মকারী)'' আনন্দে কাটুক ;)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো। সেটা যতই তিক্ত হোক না কেনো। আপনার সদয়/অসদয় মতামতের জন্য ধন্যবাদ জানবেন।