১৪ ফেব, ২০১৩

শাহবাগ আন্দোলনঃ গানের আর্কাইভ


কিছুদিন আগে ''ক্ষ'' ব্যান্ডের জাতীয় সঙ্গীত গাওয়া শুনে কয়েকজন বুড়োভাম তাদেরকে দেশদ্রোহী হিসেবে ফতোয়া দিয়ে দিয়েছেন। এই ফতোয়াবাজদের কেউ এখন পর্যন্ত শাহবাগে গেছে আমার চোখে পরে নাই। কারো কাছে লিংক থাকলে মন্তব্যে দিয়ে যান। বাংলাদেশে এত এত শিল্পী থাকতে কলকাতার সুমন গান গেয়ে প্রথম আমাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন।  যাইহোক এই পোষ্টের উদ্দেশ্য এইসব প্যচাল পারা না। চলমান শহবাগ আন্দোলনে চমৎকার কিছু গান ও লিরিক্স হৈছে। যেসব গান বা অডিও/ভিডিও পাব্লিকেশন আমার নজরে পরছে সেগুলার একটা আর্কাইভ এখানে রাখার চেষ্টা করছিঃ



১। কবির সুমনঃ গণদাবী





২। কবির সুমনঃ শাহবাগে রাতভোর





৩। চমক হাসানঃ ফাঁসি চাই




৪। চমক হাসানঃ উত্তাল রবে শাহবাগ




৫। সুমন, অর্থহীনঃ মা




৬। তারেক আজিজ, সচলায়তনঃ তাইরে নাইরে নাই রে (রাজাকার বধাবলী-১)




স্বাধীন বাংলা বেতারে এম আর আকতার মুকুলের ''চরমপত্র'' এর আদলে শহবাগ আন্দোলন নিয়েও চরমপত্র পাব্লিশড হচ্ছেঃ

৭। চরমপত্রঃ ২০১৩-১




৮। চরমপত্রঃ ২০১৩-২




৯। চরমপত্রঃ ২০১৩-৩




১০। মহিনের ছাগুগুলিঃ গোআজম শুনতে কি পাও




১১। চিরকূটঃ তুই রাজাকার তুই রাজাকার




১২। জয় প্রকাশঃ শাহবাগ আজ জনসমুদ্র




১৩। হাঁটুপানির জলদস্যু(হিমু), সচলায়তনঃ এই লালমাখানো ভোরে



১৪। কবির সুমনঃ তিন মিনিট
শাহবাগ আন্দোলনের সাথে দেশবাসীর সংহতি প্রকাশের জন্য ১২-২-২০১৩ মঙ্গলবারের তিন মিনিটের নিরবতা কর্মসূচী নিয়ে গানঃ




১৫। কবির সুমনঃ শহীদ রাজিব
ব্লগার আহমেদ রাজিব হায়দার(থাবা বাবা)-এর মৃত্যুতেঃ




১৬। দোহারঃ শাহবাগ



১৭। হায়দার হোসেনঃ
সরি এই গায়কের গানটা সরিয়ে দিলাম। এই লোক জামাতী দিগন্ত টিভির পয়দা দিবসের জন্য গান লিখে আবার শাহবাগের জন্যও গান লিখে। এই সব পল্টিবাজরে লাত্থির উপ্রে রাখা উচিৎ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো। সেটা যতই তিক্ত হোক না কেনো। আপনার সদয়/অসদয় মতামতের জন্য ধন্যবাদ জানবেন।