১৩ এপ্রি, ২০১১

ভাতে-ভর্তায় কাঠুক ১৪১৮


প্রবাসে মুরগি খাইতে খাইতে আর ভাল লাগে না
দুধ-ভাত থেকে মাছ-ভাত
মাছ-ভাত থেকে ডাল-ভাত
ডাল-ভাত থেকে ভর্তা-ভাত
পান্তা-ইলিশ চাই না
পুরোটা বছর জুড়ে সকল বাঙ্গালের পাতে যেন থাকে...
এক মুঠো ভাত
এক মুঠো নুন
একটা কাঁচা মরিচ অথবা পোড়া মরিচ
আর সামান্য ভর্তার যোগ...


শুভ নববর্ষ
১৪১৮





২টি মন্তব্য:

আপনার মন্তব্য পেলে খুশি হবো। সেটা যতই তিক্ত হোক না কেনো। আপনার সদয়/অসদয় মতামতের জন্য ধন্যবাদ জানবেন।