
(কিঞ্চিত শ্লীলতাহানির আশংকা আছে। প্রাপ্তবয়স্কদের জন্য লিখিত। তবে অন্যদের পড়তে বাধা নেই)
মাথায় কিছুদিন ধরে ৩-৪ লাইনের গল্প ঘুরপাক খাচ্ছে। ৩-৪ লাইনের গল্প? গল্প বলা ঠিক হবে না। অনুগল্প বলাই শ্রেয়।
১.
: তুমি এত ভাল। কালরাতে আমরা দুজনই পুরা ড্রাংক ছিলাম। অথচ তুমি কিছুই করার চেষ্টা করনি?
: করেছি তো। তোমার সব কিছু খুলেছি। কিন্তু তোমার সাড়া না পেয়ে আবার লাগিয়ে শুয়ে পড়েছি। তবে তোমার ফিগারটা দেখতে খুবই সেক্সি।
: কি? তুমি ...তুমি একটা কমিন, লম্পট।
২.
হ্যালো। এই তুই কি শাড়ী পড়াতে পারিস? আমার এক বিদেশিনী বন্ধুকে শাড়ী পরাতে হবে। আমার মাথা খেয়ে ফেলছে বাংলাদেশের মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক পরবে বলে। আমি অনেক বার চেষ্টা করেছি কিন্তু শাড়ীর কুচি দিতে পারিনি। কুচি দিতে গিয়ে দুজনই গরম হয়ে গেছি। পরে শাড়ী ফেলে ঠাণ্ডা হতে হয়েছে।
৩.
:কি ব্যাপার তুমি এত ঘুমচ্ছ কেন?
:না এমনি খুব টায়ার্ড লাগছে।
:আমি যতদূর জানি মেয়েরা যদি সেক্স করে সেটিস্ফাইড হয়, তবে ঘুমায় অথবা বেশী কথা বলে। তার মানে তুমি............?
৪.
এখানে আমার অন্য আরেকটি গল্প ছিল কিন্তু সেটা অনেকের ভাল লাগেনি তাই এর পরিবর্তে শানে নজুল সহ কাজী নজরুলের একটা কবিতা দিলাম...
বৌদি, বৌদি কাপড় তোল,
পাগলা খেপেছে;
এখনি দু'ফোটা ঝড়িয়ে দেবে।
৫.আরও গল্প লাগবে? এখনো শরীর গরম হয় নি?
ধুর্মশাই! যান বিয়ে করে ফেলুন একটা।
এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।
উত্তরমুছুননা কেউ আমার দায়িত্ববোধের দাম দিল না। আফসুস।
উত্তরমুছুন@সাজু ভাই
দুঃখিত সাজু ভাই। আপনার কমেন্টস মুছে দিতে হয়েছে। আপনি নিশ্চই জানেন কোন পরিস্তিতিতে আমাকে এই অপ্রত্যাশিত কাজটি করতে হয়েছে। একজন লেখকের ব্যাক্তি স্বাধীনতায় চরম আঘাত। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কি যা-তা লিখি তারপরও আমার লেখা আমার কাছে সন্তানসম। কেউ একজন তাকে খুন করল...।
উত্তরমুছুনTao abar guli kore khun korlo ,kobor akhono daoa hoyne
উত্তরমুছুনকবর দিব কেন? আগুনে পুরাব। মুখাগ্নিটা তুইই করিস। আশাকরি আনন্দ পাবি। @ শুভ্র(Amar Kichu Lekha)
উত্তরমুছুনধুর্মশাই! মাত্র ৪টায় শরীর গরম হয়?
উত্তরমুছুন@ জনি
উত্তরমুছুনভাই মাত্র ৪ টা দিয়েই অশ্লীলতার দায়ে বন্ধুদের কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়ে গেছি। স্টকে যেগুলো আছে সেগুলা দিলে তো অবস্তা আরো খারাপ হয়ে যাবে...।
'ধুর্মশাই! যান বিয়ে করে ফেলুন একটা।'
উত্তরমুছুনএই লাইনটাই সব থেকে জোশ লাগল। :)
@ জনি
উত্তরমুছুনভাই মাত্র ৪ টা দিয়েই অশ্লীলতার দায়ে বন্ধুদের কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়ে গেছি। স্টকে যেগুলো আছে সেগুলা দিলে তো অবস্তা আরো খারাপ হয়ে যাবে...।
Tao abar guli kore khun korlo ,kobor akhono daoa hoyne
উত্তরমুছুনদুঃখিত সাজু ভাই। আপনার কমেন্টস মুছে দিতে হয়েছে। আপনি নিশ্চই জানেন কোন পরিস্তিতিতে আমাকে এই অপ্রত্যাশিত কাজটি করতে হয়েছে। একজন লেখকের ব্যাক্তি স্বাধীনতায় চরম আঘাত। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কি যা-তা লিখি তারপরও আমার লেখা আমার কাছে সন্তানসম। কেউ একজন তাকে খুন করল...।
উত্তরমুছুনকবর দিব কেন? আগুনে পুরাব। মুখাগ্নিটা তুইই করিস। আশাকরি আনন্দ পাবি।
উত্তরমুছুনভাই মাত্র ৪ টা দিয়েই অশ্লীলতার দায়ে বন্ধুদের কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়ে গেছি। স্টকে যেগুলো আছে সেগুলা দিলে তো অবস্তা আরো খারাপ হয়ে যাবে...।
উত্তরমুছুন'ধুর্মশাই! যান বিয়ে করে ফেলুন একটা।'
উত্তরমুছুনদারুন কইলেন।
@09bdbb064b354309d09a491b553b3729 , ধন্যবাদ
উত্তরমুছুন@1c8425622b04b62f01f3641eb0a78694 , ধন্যবাদ।
উত্তরমুছুন