স্বরাষ্ট্রমন্ত্রী সা-হাহাকার-আ খাতুন নাকি বলেছেনঃ
এ নিয়ে আলী মাহমেদ ভাই উনার ব্লগের জন্য একটা ব্যানার দেয়ার জন্য আজকে সকালে মেইল করেছেন। আমি খবরটা জানতাম ই না। উনার মেইলে জানলাম। তারাহুড়ো করে একটা ব্যনার বানালাম।
''বিএসএফের হাতে নিহত ফেলানী বাংলাদেশি নয়। তারা ভারতীয়। তার পরও সরকার পরিবারটির জন্য অনেক কিছু করেছে। আমি নিজে তাদের বাড়িতে গিয়েছি।''
এ নিয়ে আলী মাহমেদ ভাই উনার ব্লগের জন্য একটা ব্যানার দেয়ার জন্য আজকে সকালে মেইল করেছেন। আমি খবরটা জানতাম ই না। উনার মেইলে জানলাম। তারাহুড়ো করে একটা ব্যনার বানালাম।

joss
উত্তরমুছুনধন্যবাদ সাদাত ভাই।
উত্তরমুছুনব্যানার বানানোর কারন জানলে মনে দুঃখ আসে তবে ব্যানারের কথাগুলো সুন্দর হয়েছে । তাই ব্যানারকে লাইক এবং সা-হাহাকারা খাতুনকে ( যাই হোক এই মহিলার নাম :/ ) ১০টি ডিস্লাইক । :-)
উত্তরমুছুনধন্যবাদ নীল।
উত্তরমুছুনআজম খানের মৃত্যুতে বানানো ব্যানার
উত্তরমুছুনBannershop GIF Animator দিয়ে বানিয়েছেন?
উত্তরমুছুন