২৭ মার্চ, ২০১১

এক ডজন 'ষড়ল গল্প' সাথে একটা ফ্রি!


হেমিংওয়ে ৬ শব্দের গল্প "For sale: baby shoes, never worn." আমি আমার এক বন্ধুকে বলেছিলাম এটা আমি ৫ শব্দে প্রকাশ করতে পারব। আমার ক্ষমতা দেখানোর জন্য না। বাংলা ভাষার ক্ষমতা দেখানোর জন্য। করেছিলাম- ''বিক্রয় হইবেঃ শিশুর অপরিহিত জুতা। '' আরও কিছু তুলে দিলাম। কয়েকটা অনুবাদ। কয়েকটা নিজের। আলাদা করে উল্লেখ করতে পারছি না বলে দুঃখিত।



১. প্রেমিক-প্রেমিকাঃ একটি প্যারাসুট; দু'জনই মৃত।

২. ৪০ বছর গেল ওরা ক্ষমা চায়নি।

৩. তার সাথে ঘুমিয়ে; স্বপ্নে তোমাকে দেখি।

৪. কনডম নয় অ্যালকোহল কাজ করেছে; বিব্রতকর।

৫. উইকি লিক্স-কনডম লিক্স-আসাঞ্জ ফাঁদে।

৬. সেঃ বাচ্চাটা তোমার। আমিঃ খারাপ সংবাদ।

৭. তিনটি অন্ধ ইঁদুর; একটি খুশি বিড়াল।

৮. তুমি ধনী হলে; আমি এখনো অবিবাহিত।

৯. শেষ সিগারেটটা আবারো শেষ করে ফেললাম।

১০. স্বপ্নে উরে যাচ্ছি; বাস্তবের সাথে সংঘর্ষ।

১১. একটি সম্পর্কে আবদ্ধ কিন্তু গুরুতর-ভাবে একা।

১২. মুরগিটা ভালবাসা চেয়েছিল; রানটা চিবিয়ে খাই।

১৩. মসজিদের ইমামের পুত্রবধূ হয়েছে আরতি দাস।*


* ১৩ নাম্বার গল্পটা লিখেছিলাম হিন্দু-মুসলমানে বিয়ের বৈধতা দেয়ার জন্য। আমরা সাধারণ মানুষরা এক ধর্মের হয়ে অন্য ধর্মের মানুষকে (জন্তু-জানোয়ারকে না) বিয়ে করলে পাপ হবে, সমাজ একেবারে উচ্ছন্নে যাবে। তাই মসজিদের ইমামের ছেলেকে দিয়ে কাজটা করিয়েছি।

২টি মন্তব্য:

আপনার মন্তব্য পেলে খুশি হবো। সেটা যতই তিক্ত হোক না কেনো। আপনার সদয়/অসদয় মতামতের জন্য ধন্যবাদ জানবেন।