ছবি এডিটিং এর কিছুই জানি না। তারপরও এই স্বাধীনতার মাসে কয়েকটা ব্যানার বানাতে ইচ্ছে হল। ফেসবুকে Profile Banner নামে চমৎকার একটা এপ্লিক্যাশন আছে এদিয়ে প্রোফাইলে ব্যানার লাগানো যায়। তাই কয়েকটা বানালাম।
১. বাংলাদেশ

২. বিজয়

৩. স্বাধীনতা

৪. তোমাদের রক্তে উড়াই পতাকা

সবগুলো ব্যানারই কপিরাইটের আওতামুক্ত। যেকেউ ব্যাবহার করতে পারবেন। স্বাধীনতার মাসে এর চেয়ে বেশী কিছুই যে আমার দেয়ার নেই।

২. বিজয়

৩. স্বাধীনতা

৪. তোমাদের রক্তে উড়াই পতাকা

সবগুলো ব্যানারই কপিরাইটের আওতামুক্ত। যেকেউ ব্যাবহার করতে পারবেন। স্বাধীনতার মাসে এর চেয়ে বেশী কিছুই যে আমার দেয়ার নেই।
প্রোফাইল ব্যানার বানানোর লিঙ্কটা দেওয়ার জন্য ধন্যবাদ, আমিও ছবি এডিটিং এ আনাড়ি, চেষ্ঠা করে দেখি কিছু বানাতে পারি কিনা |
উত্তরমুছুনপ্রোফাইল ব্যানার বানানোর লিঙ্কটা দেওয়ার জন্য ধন্যবাদ, আমিও ছবি এডিটিং এ আনাড়ি, চেষ্ঠা করে দেখি কিছু বানাতে পারি কিনা |
উত্তরমুছুনআপ্নাকেও ধন্যবাদ।
উত্তরমুছুন