১০ অক্টো, ২০১০

Art of Living Class (ALC)

সাজু ভাইয়ের বাসায় আমাদের ড্রিঙ্কসের আসরে সেদিন একটা শের বলেছিলাম। এটা সবারই খুব মনে ধরেছে। কোথায় পড়েছি মনে নেই। "স্ম্রিন অফ লাইম" যখন পেট থেকে মাথায় গিয়ে চড়ে তখন শুভ্র এই শেরটা অবশ্যই বলবে। সবার সাথে আবার শেয়ার করলাম।



"পিনা হারাম হে ।।
না পিনা ভি হারাম হে ।।।
পিকে হোস মে আনা ভি হারাম হে ।"

আর যারা ড্রিঙ্কস করে তারা যে মাতাল হয় এটা স্বীকার করতে চায় না। এটা নিয়ে আমার বন্ধু পার্থ একটা শের বলেছিল।

"হে শেখ হামনে তোমে দেখা হে আন্ধেরী রাতমে নিখালতে হোয়ে মেহকান হ ছে ।।।
হে কাজী যাবভি তোনে মোযকো দেখা পিতে -পিলাতে হোকে দেখা, যাব মেনে তোমকো দেখা তেরা রুহ তরাস্তেহোয়ে দেখা ।''

আমাদের এই আসরটিকে আমি নাম দিয়েছি "Art of Living Class (ALC)"। তিনটি বন্ধু-থ্রী মাস্কেটিয়ার্স, তিনটি গ্লাস, ল্যপ্টপে লাউড স্পীকারে গান, মাঝে মাঝে কিছু অথিতি। আর কি চাই জীবনকে উপভোগ করার জন্য ?

২টি মন্তব্য:

আপনার মন্তব্য পেলে খুশি হবো। সেটা যতই তিক্ত হোক না কেনো। আপনার সদয়/অসদয় মতামতের জন্য ধন্যবাদ জানবেন।