২০ আগ, ২০১০

বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও......

মার বন্ধু মন্টি পলিটিক্স করে বাংলাদেশে। গতবছর রমজানে ও সবাইকে ইফতারের দাওয়াত দিল। এটা যতটানা ইফতার পার্টি ছিল তারচেয়ে পলিটিকাল পার্টিই বেশী ছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে মন্টি হিন্দু ধর্মালম্বী। আমার খুব হাসি পেত ওর ইফতারের দাওয়াত দেয়া নিয়ে। কার্ড ছাপিয়ে সবাইকে দাওয়াত দিত। নিচে লেখা থাকত "মন্টি রায়"।

তো স্বাভাবিক ভাবেই বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া লাগত আমাদের। এবছর আমি লন্ডনে; গতকাল আমার আরেক বন্ধু শুভ্র আমাকে ইফতারের দাওয়াত দেয়। সেও হিন্দু ধর্মালম্বী। কিন্তু দুঃখের বিষয় আমি ওর পার্টিতে যেতে পারিনি। আমি কাজ থেকে ছুটি পাইনি। কিন্তু আমি খুব মিস করেছি।

কে বলে বাংলাদেশীরা সাম্প্রদায়িক জাতি। যারা বলে তাদেরকে ধরে ধরে চাবকানো প্রয়োজন। আমি জানি না শুভ্র কিংবা মন্টি আমার এই লেখা পড়বে কিনা। তবুও বলি
"  সত্যিই আমি গর্বিত তোদের মত বন্ধু পেয়ে।"   

সকাল এখনো মাঝে মাঝে আমাকে গান শুনায়। আমার খুব সীমিত পরিমাণ আনন্দঘন মুহুর্তগুলোর মাঝে অন্যতম যখন ও আমাকে গান গেয়ে শুনায়। তাই তোদের জন্য সকালের গাওয়া একটা গানঃ- 






৮টি মন্তব্য:

  1. SUDHU SUVRO NA,TAR BASAR SOBAI HINDU DHORMALOMBI. SOUVAGGOKROM E AMIO SEI IFTAR VOJON ER EKJON GHORVITO MEMBER. BEGUN ER KIMA, ALUR CHAP, PEYAJI, MISTANNO HOREK ROKOM, CHANA MURI SOB E CHILO SEKHANE.. SOBSESHE TRIPTIR DHEKUR TULTE TULTE BIDAY NILAM.. DHONNOBAD SHUVRA FOOL..

    উত্তরমুছুন
  2. SUDHU SUVRO NA,TAR BASAR SOBAI HINDU DHORMALOMBI. SOUVAGGOKROM E AMIO SEI IFTAR VOJON ER EKJON GHORVITO MEMBER. BEGUN ER KIMA, ALUR CHAP, PEYAJI, MISTANNO HOREK ROKOM, CHANA MURI SOB E CHILO SEKHANE.. SOBSESHE TRIPTIR DHEKUR TULTE TULTE BIDAY NILAM.. DHONNOBAD SHUVRA FOOL..

    উত্তরমুছুন

আপনার মন্তব্য পেলে খুশি হবো। সেটা যতই তিক্ত হোক না কেনো। আপনার সদয়/অসদয় মতামতের জন্য ধন্যবাদ জানবেন।